
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৫১ এএম
ড. ইউনূসের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানালেন ব্লিংকেন

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম

আরও পড়ুন
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশে অর্ন্তবর্তী সরকারের নেতৃত্ব দেবার জন্য ড. মুহাম্মদ ইউনূস শপথ করায় আমি স্বাগত জানাই।
তিনি (ইউনূস) শান্ত থাকা এবং শান্তিপূর্ণ উপায় অবলম্বনের যে আহ্বান জানিয়েছেন; যুক্তরাষ্ট্র তাকে সমর্থন করে। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।