Logo
Logo
×

জাতীয়

ধামরাইয়ে মহল্লাবাসীর তাড়া খেয়ে পালিয়েছে ডাকাত দল

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৫:০১ এএম

ধামরাইয়ে মহল্লাবাসীর তাড়া খেয়ে পালিয়েছে ডাকাত দল

ঢাকার ধামরাই পৌর শহরে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি বাড়ি ডাকাতরা হানা দেয়। মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা হলে বিভিন্ন মহল্লাবাসী লাঠিসোঠা নিয়ে সংঘবদ্ধভাবে তাড়া করলে পালিয়ে যায় ডাকাত দল। পৌর শহরে বাড়ি বাড়ি ডাকাত পড়ায় চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন পৌর শহরবাসী। পৌর শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা হুজুর তোলা মহল্লায় এ ডাকাত দল হানা দেয় বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়,বৈষম্যবিরোধী আন্দোলনে সোমবার ওসি সহ ধামরাই থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যায়। এরপর থেকে অরক্ষিত হয়ে পড়ে ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন অঞ্চল। এ সুযোগে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা রোয়ইল ইউনিয়নের আটি ময়দান গ্রামে বুধবার ডাকাতির ঘটনা সহ বিভিন্ন স্থানে ডাকাতি করে। 

এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে ধামরাই পৌরসভার হুজুর তোলা মহল্লা সহ কয়েকটি মহল্লায় বাড়ি বাড়ি ডাকাত দলের সদস্যরা হানা দেয়। বিভিন্ন মহল্লার মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা হলে মহল্লা বাসী লাঠি সোঠা নিয়ে ডাকাত দলের সদস্যদের পিছু তাড়া করে।

এ ব্যাপারে হরিদ্বার পাড়া মহল্লার বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম শফি বলেন, মসজিদের মাইকে মাইকে ডাকাত পড়ার ঘোষণা শুনেই আমরা কয়েকটি মহল্লার লোকজন লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে ওই ডাকাত দলের সদস্যদের তাড়া করি। এরপর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম