Logo
Logo
×

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে ১৫ সদস্যের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৬:৪৯ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে ১৫ সদস্যের

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার রাতের মধ্যেই হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। এমনটি জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। 

একটি সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে ১৫ সদস্যের। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেবেন ড. ইউনূস।

ড. ইউনুস এখন দেশের বাইরে আছেন। আগামীকাল দুপুরে এসে পৌঁছানোর কথা রয়েছে। তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিসিভ করতে যাবেন বলে নিশ্চিত করেছেন সেনাপ্রধান।

সেনাপ্রধানের সংবাদ সম্মেলন শেষে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে ১৫ সদস্যের।

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে উত্তাল ছিল পুরো দেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দুপুরে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শেখ হাসিনার বিদায়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ভেঙে যায় পুলিশের চেইন অব কমান্ড। সরকার পদত্যাগকে ঘিরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতিতে যায় পুলিশ প্রশাসন। এমন অবস্থায় আজ ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করেন শিক্ষার্থীরা।

আওয়ামী লীগ সরকারের পতনের কারণে দেশ প্রায় অচল হয়ে গেছে। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম