Logo
Logo
×

জাতীয়

ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছে, জানালেন সেনাপ্রধান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৬:৩৯ পিএম

ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছে, জানালেন সেনাপ্রধান

ছবি: ভিডিও থেকে নেওয়া।

নোবেলজয়ী ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের। বুধবার তাদের দুজনের মধ্যে কথা হয়। এদিন সন্ধ্যা ৬টায় সাংবাদিক সম্মেলনে এ তথ্য সেনাপ্রধান নিজেই জানিয়েছেন।

ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন। কাল শপথ।  

সেনাপ্রধান জানান, আগামীকাল দুপুর ৩টা ১০মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন ড. ইউনূস। তাকে আমি বিমানবন্দরে রিসিভ করব। 

তিনি জানান, ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে। বিষয়টি তাকে (ড. ইউনূস) জানালে তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেন। তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এটিও আশ্বস্ত করেছেন। কথা বলে তার সঙ্গে আমার খুব ভালো লেগেছে। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার শপথের আয়োজন করা হবে। সেখানে প্রায় ৪০০জন আমন্ত্রিত অতিথি থাকবেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম