Logo
Logo
×

জাতীয়

ইউনূসের অন্তর্বর্তী সরকারপ্রধান হওয়ায় কোনো সমস্যা নেই: আসিফ নজরুল 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম

ইউনূসের অন্তর্বর্তী সরকারপ্রধান হওয়ায় কোনো সমস্যা নেই: আসিফ নজরুল 

অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের বাইরে আছেন। আগামীকাল তিনি দেশে ফিরতে পারেন। 

মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এই নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদের নাম ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। 

এ ঘোষণার সময় তার সঙ্গে সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারও উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে ইতোমধ্যেই তারা অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন সমন্বয়ক নাহিদ। 

সমন্বয়ক নাহিদ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন। 

এ ব্যাপারে বিবিসিকে অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন, উনি দেশে না থাকার কারণেই একটু বিলম্ব হচ্ছে। তার আনুষ্ঠানিক সম্মতি দরকার।

তবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পথে কোনো সমস্যা থাকার কথা নয় বলে মনে করেন আসিফ নজরুল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম