Logo
Logo
×

জাতীয়

সামরিক বিমানে যেভাবে দেশ ছাড়েন শেখ হাসিনা    

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৩:২৪ পিএম

সামরিক বিমানে যেভাবে দেশ ছাড়েন শেখ হাসিনা    

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন ঢাকার বাইরে থেকে আসা হাজারো মানুষ। সোমবার দুপুরের দিকে রাজধানী যখন উত্তাল তখন গণভবনে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ছোট বোনকে নিয়ে সেনাবাহিনীর একটি বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা। 

আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ড রাখা সংস্থা ফ্লাইট রাডার ২৪ ডট কমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

শেখ হাসিনার দেশ ছাড়ার খবরের পর এজেএএক্স-১৪৩১ ফ্লাইটটি সবচেয়ে বেশি নজরদারিতে ছিল। ধারণা করা হচ্ছে, এই ফ্লাইটেই তিনি দেশ ছেড়েছেন। এজেএএক্স-১৪৩১ কল সাইনের বিমানটি মূলত বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে হারকিউলিস।

ফ্লাইট রাডারের তথ্যানুসারে, সি-১৩০জে হারকিউলিস সোমবার বিকালে বাংলাদেশ থেকে রওনা হয় এবং কলকাতার দিকে যেতে শুরু করে। পরে পথ পরিবর্তন করে নয়াদিল্লির দিকে রওনা হয়। বিকেল ৫টা নাগাদ বিমানটিতে উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্ণৌয়ের আকাশে ছিল। পরে সেটি স্থানীয় সময় বিকেল ৫টা ৩৬ মিনিটে দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতের বিমানঘাঁটি হিন্দনে অবতরণ করে। 

নয়া দিল্লি থেকে শেখ হাসিনা কোথায় যাবেন তা এখনো অনিশ্চিত। তবে সূত্র জানিয়েছে, তিনি ইউরোপের কোনো দেশে যেতে পারেন। অপর একটি সূত্র জানিয়েছে, তিনি লন্ডনে যেতে পারেন।

এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় চাননি। প্রথমে শোনা গিয়েছিল, সোমবার রাতেই তিনি লন্ডনে রওনা হবেন। তারপর একটি অসমর্থিত সূত্র জানায়, ব্রিটেন হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। 

লকহিড সি-১৩০জে হারকিউলিস চার ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। এই বিমানটি বহুমুখী ব্যবহারে নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে পরিচিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম