সব ভয় উপেক্ষা করে রাজপথ দখলে নিয়েছে ছাত্র ও সাধারণ মানুষ।রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, লোকজন পায়ে হেঁটে লংমার্চ করছে।
উত্তরা থেকে হাজার হাজার মানুষ পায়ে হেটে, রিক্সায় করে শাহবাগের দিকে এগোচ্ছেন। তাদের মধ্যে অসংখ্য নারীও রয়েছেন।
মিরপুর থেকে হাজার হাজার মানুষ হেঁটে, রিক্সা নিয়ে শাহবাগের দিকে যাচ্ছেন। পুরো পথে মানুষ ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না।
শাহবাগ ও মতিঝিল এলাকা লোকে লোকারণ্য। আন্দোলনকারীদের দাবি, তারা একদফা না মেনে রাজপথ ছাড়বে না।
সেনাবাহিনীর সদস্যরা তাদের কোন বাঁধা দিচ্ছে না।
ঢাকার সড়কগুলোয় দুপুরের পর পুলিশের উপস্থিতিও তেমন একটা দেখা যাচ্ছে না।
শাহবাগে দুপুর একটা থেকে বহু আন্দোলনকারী সমবেত হয়েছেন।
ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরো মানুষ এসে সেখানে যোগ দিচ্ছেন।