ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ। সোমবার (৫ আগস্ট) এই কর্মসূচি ঘিরে রাজধানীর ভেতরে এবং প্রবেশ মুখে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবির সঙ্গে ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
আজ সকাল থেকে কারফিউ উপেক্ষা করেই প্রথমে মাঠে নামেন বসুন্ধরা বাড়িধারা এলাকার মানুষ। এ সময় সাধারণ শিক্ষার্থী ও আন্দোলকারীরা সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বেলা বাড়তেই আরও তীব্র হতে থাকে আন্দোলন, উত্তরা, যাত্রাবাড়ি, পুরান ঢাকা, মিরপুরসহ বিভিন্ন এলাকার মানুষ আসতে দেখা যায় শাহবাগের দিকে। এদিকে শাহবাগ অনেকটা বলক করে রেখেছে সেনাবাহিনী।
দুপুর ১টার দিকে উত্তরা বাধা অতিক্রম করে বনানী মহাখালীর এলাকায় আসতে শুরু করেছে সাধারণ ছাত্র জনতা।
বেলা দুইটার দিকে অনেক রাস্তা ছেড়ে দিয়ে পিছুহটে প্রশাসন। যার কারণে ছাত্র জনতার মিছিল এখন শাহবাগ মুখী। এরমধ্যে বেলা ৩টায় জাতীর উদ্দেশ্য ভাষণ দেওয়ার কথা রয়েছে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের।