Logo
Logo
×

জাতীয়

ঢাকায় আসুন, মুক্তিকামী ছাত্র-জনতার বিজয় সুনিশ্চিত: আসিফ মাহমুদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৯:১৫ পিএম

ঢাকায় আসুন, মুক্তিকামী ছাত্র-জনতার বিজয় সুনিশ্চিত: আসিফ মাহমুদ

বাংলাদেশের মুক্তিকামী ছাত্র-জনতার বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। 

রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। 

আসিফ মাহমুদ বলেন, আজ যে তাজা রক্ত ঝড়ালেন এই রক্তের ভয়াবহ শোধ নিতে ঢাকায় আসছে সারা দেশের জনস্রোত। আগামীকাল (সোমবার) ঢাকায় এক কোটি ছাত্র-জনতার সম্মিলন ঘটবে ইনশাআল্লাহ। যে যেভাবে পারেন, রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করুন। ঢাকার আকাশ-বাতাস ধ্বনিত হবে স্বৈরাচার পতনের স্লোগানে। 

জনতার উদ্দেশে তিনি আরও বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জনতাকে জড়ো করে ঢাকার উদ্দেশে বেড়িয়ে পড়ুন। এবারের লড়াই আমাদের চূড়ান্ত লড়াই। বাংলার মুক্তিকামী ছাত্র-জনতার বিজয় সুনিশ্চিত।

পৃথক আরেক স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, সব রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সংগঠনকে ছাত্র-জনতার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। 
মুক্তিকামী ছাত্র-জনতার পক্ষে দেশের জনগণের পক্ষে অবস্থান নিন। সারা দেশ থেকে মুক্তিকামী জনতাকে সঙ্গে নিয়ে ঢাকায় আসুন। 

এর আগে সোমবার থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকামুখী অভিযাত্রার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

তারা জানিয়েছেন, শাহবাগে আজকের সমাবেশ থেকে বিকালে পরিবর্তিত এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম