কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল সারা দেশ। আন্দোলনে এ পর্যন্ত দুই শতাধিক নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় নির্মাণাধীন ভবনে রড ধরে ঝুলে আছেন এক তরুণ। দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় লুকিয়ে থাকা ওই তরুণকে দুইজন এসে পরপর অন্তত ছয় রাউন্ড গুলি করে।
বিবিসি ওই ঘটনার সত্যতা যাচাই করতে ঢাকার রামপুরা থানার কাছে নির্মাণাধীন ওই ভবনের আশপাশের লোকজন, পার্শ্ববর্তী হাসপাতাল এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে, ১৯ জুলাই শুক্রবার ওই ভবনে একজন তরুণ গুলিবিদ্ধ হয়েছিলেন।
‘আমার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে’
ভিডিওতে দৃশ্যমান অস্ত্রধারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে সাধারণ মানুষ এবং মানবাধিকার কর্মীদের কাছে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের মতোই মনে হয়েছে।
ঢাকার কাজলা ফুটওভার ব্রিজের কাছে আরেকটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন পুলিশ এক জায়গায় অবস্থান করছে। সেখান থেকে একজন তরুণ আহত আরেকজন তরুণকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য করে অন্তত তিন রাউন্ড গুলি করা হয়েছে।
একপর্যায়ে আহত ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়েছে আর সাহায্যকারী তরুণ প্রাণভয়ে পালিয়ে যাচ্ছেন।