Logo
Logo
×

জাতীয়

‘আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধের নির্দেশও দেইনি’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৪:৪৮ পিএম

‘আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধের নির্দেশও দেইনি’

রোববার দুপুর ২টা থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে মোবাইল ইন্টারনেট কাজ করছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারও বন্ধ হয়ে গেছে।

তবে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেছেন ইন্টারনেট বন্ধ করা হয়নি।

রোববার দুপুর আড়াইটার দিকে প্রতিমন্ত্রী পলক সংবাদমাধ্যমকে বলেন, আমরা কোথাও ইন্টারনেট বন্ধ করিনি। বন্ধের কোনো নির্দেশও দেইনি। কোথাও কোথাও ইন্টারনেটের সমস্যা হচ্ছে। এটা আমাদের নির্দেশনার কারণে নয়।

‘আমার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে’

প্রতিমন্ত্রী আরও বলেন, অনেক জায়গায় হামলা চলছে। ফাইবার ক্যাবল কেটে দেওয়া হচ্ছে। আজও আমাদের কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে। অনেক এলাকায় কেটে ফেলা হয়েছে। এমন তাণ্ডব চালালে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করা সম্ভব নয়।

শুধু তাই নয়, অনেক এলাকায় গ্রামীণফোনের নম্বর দিয়ে কলও দেওয়া যাচ্ছে না। এ ব্যাপারে গ্রামীণফোন জানিয়েছে, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। একই কথা জানিয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক ও রবি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম