গাজীপুর শিববাড়ি মোড় ছাত্র জনতার দখলে
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৩:৪৫ পিএম
ছবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সারাদেশব্যাপী অসহযোগ আন্দোলনের প্রথম দিনে অচল হয়ে পড়েছে গাজীপুরের ব্যস্ততম শিববাড়ি মোড়। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের শিববাড়ির মোড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে কিছু ককটেল বিস্ফোরণ ঘটান।
এমন সময় শিমলতলীর দিক থেকে বা জয়দেবপুর বাসস্ট্যান্ডের দিক থেকে আসা ছাত্র জনতার ধাওয়া খেয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগ শিববাড়ির মোড় ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যায়। ওই সময় দুপক্ষের মধ্যে কিছুটা সময় ধাওয়া পাল্টা ধাওয়া চললেও তা দ্রুত থেমে যায়।
ফলে এই মূহুর্তে শিববাড়ি মোড় দখল নিয়েছে আন্দোলনকারী ছাত্র জনতা। এখন পর্যন্ত আন্দোলকারীদের সরাতে কোনো অ্যাকশন নেয়নি পুলিশ। আন্দোলন চলাকালে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি দেখে ছাত্ররা শ্লোগান দিতে থাকে ‘এই মূহুর্তে দরকার সেনাবাহিনী সরকার’।
অন্যদিকে নগরীর চান্দনা চৌরাস্তায় যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে একটি মিছিল চৌরাস্তা এলাকা প্রদিক্ষণ করে। এতে কোন প্রকার সহিংসতার খবর পাওয়া যায়নি।