ফরিদপুরে শিক্ষার্থীদের হামলায় আ.লীগ অফিস ভাংচুর
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম
![ফরিদপুরে শিক্ষার্থীদের হামলায় আ.লীগ অফিস ভাংচুর](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/04/image-834048-1722762998.jpg)
ছবি: প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি থেকে ভাঙচুর হয়েছে ফরিদপুর আওয়ামী লীগ অফিস। রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এর সামনে জমায়েত হতে থাকে আন্দোলনকারীরা। সকাল সাড়ে ১০ টার দিকে তারা মিছিল সহকারে গোয়ালচামট পুরাতন বাসষ্টান্ড হয়ে শহরের আলীপুর এলাকায় পৌছে।
এসময় তারা ১৫ আগষ্টের বঙ্গবন্ধুর ছবি সংবলিত কয়েকটি গেট ভাংচুর করে। এরপর তারা আলিমুজ্জামান ব্রিজ পার হয়ে আলীপুর এলাকার রাসেল স্কয়ারের জেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর করে অগ্নিসংযোগ করে। সে সময় সেখানে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
পুলিশের বাধার মুখে পড়লেও তারা এগিয়ে যায়। এরপর তারা রাজেন্দ্র কলেজ সংলগ্ন ছাত্র সংগঠন রুকসু ভবন ভাংচুর করে অগ্নিসংযোগ করে। উত্তেজিত ছাত্রজনতা বেলা পৌনে ১২ টার দিকে শহরের কোতয়ালী থানার দক্ষিন পাশে আড়ংয়ের মোড়ে এসে পৌঁছায়।
এসময় ছাত্ররা জনতা ব্যাংকের মোড়ের দিকে এগুতে চাইলে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী মিছিল এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সেখানে রণক্ষেত্রে পরিনত হয়।
এসময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হিতৈষী স্কুলের সামনে বসে থাকলে আন্দোলনকারীদের ধাওয়ায় তারা পালিয়ে যায়। এসময় পুলিশ মাইকিং করে আন্দোলনকারীদের সড়ে যেতে বললে তারা এক পর্যায়ে সেখান থেকে তারা মেডিকেল কলেজ এর দিকে চলে যায় বলে স্থানীয়রা জানায়। বর্তমানে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।