
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম
ঢাবির চত্বরে পকেট রাউটারের ব্যবস্থা করল আন্দোলনরত শিক্ষার্থীরা

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০২:১২ পিএম

ছবি সংগৃহীত
আরও পড়ুন
শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের মধ্যে ফের মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পকেট রাউটারের ব্যবস্থার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।
রোববার দুপুর ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রিফাত।
তিনি লিখেন, ‘আজ ঢাবির চত্বরে পকেট রাউটারের ব্যবস্থা করা হয়েছে, দুপুর ১টা থেকে রাত ১২ টা পর্যন্ত এখানে সবাই ওয়াইফাই পাবেন, ৮ হাজার জিবি কেনা হয়েছে। Username :- Save Students, Password :- Free’।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতা নিহতের প্রতিবাদ এবং আটক শিক্ষার্থীদের মুক্তিসহ এক দফা দাবি উত্তাল সারা দেশ। আন্দোলনে সহিংসতা এবং গুজব টেকানোর অজুহাতে এর আগে টানা ৬ দিন দেশব্যাপী ইন্টারনেট বন্ধ রেখেছিল সরকার।
এদিকে রোববার রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এতে সরকারদলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘাতের ঘটনা হচ্ছে। মুন্সিগঞ্জে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে মোবাইল ইন্টারনেট তথা ফোর-জি কাভারেজ বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট এখনো চলছে।