Logo
Logo
×

জাতীয়

শিক্ষক-শিক্ষার্থীদের গণগ্রেফতার বন্ধ করুন: আজহারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৯:৪৮ পিএম

শিক্ষক-শিক্ষার্থীদের গণগ্রেফতার বন্ধ করুন: আজহারি

দেশের চলমান পরিস্থিতি নিয়ে সরব হয়েছে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, অভিনেতাসহ প্রায় সব শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে নানা কর্মসূচিতে শামিল হচ্ছেন তারা। এবার সকলের সুরে সুর মিলিয়ে শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিশিস্ট ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

তিনি লিখেছেন, দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কাণ্ডারী শিক্ষক-শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয়, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়; তখন বলতেই হয়— শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডে রূপ নিয়েছে। 

আজহারি আরও লেখেন, নিরপরাধ শিক্ষক-শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধ করুন। অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিন। শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীদের বিচার করুন।

এর আগে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে নাট্য অভিনেতা মোশাররফ করিম, সাবিলা নূরসহ অনেক অভিনেতা রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম