Logo
Logo
×

জাতীয়

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশে শহিদুল মোশাররফ বাঁধন সিয়াম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০২:২৪ পিএম

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশে শহিদুল মোশাররফ বাঁধন সিয়াম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফার্মগেট মোড়ে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার এবং গণমাধ্যমসহ বিভিন্ন ভিজুয়াল মিডিয়ায় কর্মরতরা।

সমাবেশে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেতা মোশাররফ করিম, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, শঙ্খ দাশগুপ্ত, শাহানা রহমান সুমি, রাকা নওশিন নওয়ার এবং অভিনেত্রী নাদিয়া প্রমুখ।

এসময় তাদের বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখতে দেখা যায়।

বক্তব্যে তারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যার বিচার, গণগ্রেফতার ও মামলা বন্ধের আহ্বান জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম