আগস্টে বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৯:০৩ পিএম
আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগস্টের প্রথম সপ্তাহে ভারি বৃষ্টি হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগস্টের প্রথমদিন থেকে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। জুলাইয়ের শেষদিন বুধবারও দেশের আবহাওয়া একইরকম থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে
সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হয়েছে। তবে দুপুর গড়াতেই সেই পরিস্থিতি পুরোপুরি বদলে রোদ ঝলমলে আকাশ দেখা গেছে। তবে আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়- ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়- ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৯২ মিলিমিটার। এর বাইরে চট্টগ্রামে ৭৬, কুতুবদিয়ায় ৫৫, রাঙামাটিতে ৩৪, আরিচায় ২৮, টেকনাফ ২৫, চাঁদপুর ২৩, সন্দ্বীপ ১৫, যশোর ও ফরিদপুরে ১৪, রামগতি ও নেত্রকোনায় ১২, হাতিয়ায় ১০, চুয়াডাঙ্গায় ৮, ভোলা, খেপুপাড়া, মোংলা, মাইজদীকোর্ট ও গোপালগঞ্জে ৭, সাতক্ষীরা ৬, কুমিল্লায় ৫, খুলনায় ৪, মাদারীপুরে ৩, বরিশাল ও কয়রায় ২, পটুয়াখালী, ডিমলা ও সিলেটে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর বাইরে নিকলিতেও সামান্য বৃষ্টি হয়েছে বলে জানা যায়।