Logo
Logo
×

জাতীয়

নাশকতার মামলা: শিমুল বিশ্বাস, মাহতাব, নীরবসহ রিমান্ডে ৯

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১০:০৬ পিএম

নাশকতার মামলা: শিমুল বিশ্বাস, মাহতাব, নীরবসহ রিমান্ডে ৯

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ফাইল ছবি

কোটা আন্দোলনে নাশকতার একাধিক মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ ৯ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার রামপুরা ও বনানী থানার পৃথক দুই মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। 

বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ ৭ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার মামলাটির তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। 

একই মামলায় রিমান্ড যাওয়া অপর আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, বিএনপি নেতা রশীদুজ্জামান মিল্লাত, ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।

আসামিদের পক্ষে আইনজীবী মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ, তাহেরুল ইসলাম তৌহিদ, হান্নান ভূঁইয়াসহ অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। 

অন্যদিকে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

একই মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকেও ৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। 

এদিন তাদেরকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এছাড়া এদিন ঢাকার মেট্রোপলিটন এলাকা থেকে নাশকতার মামলায় গ্রেফতার ১১৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে কোটা আন্দোলন পরবর্তী সময়ে ডিএমপির ৫০টি থানার নাশকতার ২৬৪ মামলায় ২৭৪৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম