ডেসটিনির গ্রাহকদের অর্থ ফিরিয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টে বহাল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৯:২০ পিএম
কোটাবিরোধী আন্দোলন,
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দিতে অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন এবং সোসাইটিকে অবসায়ন বিষয়ে দেওয়া নির্দেশনা বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ে দেওয়া ওই নির্দেশনার বিরুদ্ধে করা আপিল খারিজ করে এ আদেশ দিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড আপিলটি করেছিল।
রায়ের বিষয়টি শনিবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের করা আপিল খারিজ করে হাইকোর্ট রায় দিয়েছেন। ফলে সোসাইটি অবসায়ন করতে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দিতে সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন করতে বিচারিক আদালতের রায়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা বহাল রইল। কমিটি এখন কার্যক্রম পরিচালনা করতে পারবে। কমিটি ৮ লাখ ৫০ হাজার ভুক্তভোগী গ্রাহককে তাদের দেনা-পাওনা বুঝিয়ে দিতে পারবে।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির অর্থ আত্মসাৎ ও পাচারের এক মামলায় ২০২২ সালের ১২ মে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক। রায়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও কোম্পানির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদসহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি আসামিদের ও কোম্পানির ব্যাংক হিসাবে থাকা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্পত্তি বা অর্থ ডেসটিনির শেয়ারহোল্ডার এবং বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড অবসায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সমবায় অধিদপ্তরের নিবন্ধককে নির্দেশ দেওয়া হয়। কমিটির গাইডলাইন অনুসারে অবসায়ন করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। ডেসটিনির ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডার এবং বিনিয়োগকারীদের মধ্যে একটি ন্যায্য, স্বচ্ছ এবং ন্যায়সংগত উপায়ে অর্থ বিতরণ করার জন্য সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য অনুসারে, অবসায়ন ও ছয় সদস্যের কমিটি গঠনের নির্দেশনা সংক্রান্ত রায়ের অংশবিশেষের বিরুদ্ধে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ২০২২ সালের অক্টোবরে হাইকোর্টে আপিল করে। হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে অবসায়ন ও কমিটি গঠনসংক্রান্ত নির্দেশনার কার্যক্রম স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করেন। ২০২২ সালের ২৬ অক্টোবর চেম্বার আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দুদকের আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য পাঠান। চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ চলমান রেখে গত মে মাসে আপিল বিভাগ ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভের করা আপিলটি হাইকোর্টের ওই বেঞ্চে দুই মাসের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আপিলের ওপর শুনানি হয়।