দুজনকে মিথ্যা মামলায় ফাঁসানো
আদালতের চিঠির বিরুদ্ধে হাইকোর্টে ৯ ডিবি সদস্য

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৯:৫৯ পিএম

জাল নোট রাখার অভিযোগে দুজনকে মিথ্যা মামলায় ফাঁসানোয় গোয়েন্দা পুলিশের (ডিবি) ৯ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেন ঢাকার একটি আদালত। ওই চিঠির বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন ওই নয় পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার বিচারপতি এসএম কুদ্দুছ জামান ও বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য ছিল। ডিবির ওই কর্মকর্তারা হলেন পরিদর্শক তপন কুমার ঢালী, উপপরিদর্শক দেওয়ান উজ্জল হোসেন, সহকারী উপপরিদর্শক জিয়াউর রহমান, সোহেল মাহমুদ, আবুল বাশার, মমিনুল হক ও নাজমুল হক প্রধান এবং কনস্টেবল নয়ন কুমার ও গোলাম সরোয়ার। যাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয় তারা হলেন ঢাকার একটি হোটেলের ব্যবস্থাপক হাসান মজুমদার এবং একই হোটেলের শেফ সোহেল রানা।
হাসান মজুমদার বলেন, বৃহস্পতিবার শুনানির জন্য ছিল। কিন্তু অন্য মামলায় শুনানির ফলে এ মামলাটি রোববারের তালিকায় আসবে।
২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর পল্টনে হোটেল বন্ধুতে অভিযান চালিয়ে সাদা পোশাকের গোয়েন্দারা হাসান ও সোহেলকে গ্রেফতার করে।