Logo
Logo
×

জাতীয়

আমিরাতে শ্রমিক নেওয়া বন্ধের বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ১০:২৫ পিএম

আমিরাতে শ্রমিক নেওয়া বন্ধের বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক নেওয়া বন্ধ হয়েছে, এমন সংবাদ সঠিক নয়।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফেসবুক চালুর বিষয়ে যে প্রতিশ্রুতি চান প্রতিমন্ত্রী পলক

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে সংবাদ দেখেছি, আরব আমিরাত আমাদের শ্রমিক নেওয়া বন্ধ করেছে- এটা বোগাস। যারা এমন সংবাদ দিয়েছেন, তাদের এমন দেওয়াটা সমীচীন হয়নি, সঠিক হয়নি। এ ধরনের সংবেদনশীল সংবাদ যাচাই-বাছাই করে দেওয়া উচিত। আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন, তারা এ ধরনের সিদ্ধান্ত নেননি।

এ সময় বিদেশের বিভিন্ন মিশনের সামনে পাকিস্তানিদের সহায়তা নিয়ে বিএনপি-জামায়াতের কর্মীরা বিক্ষোভ করেছেন বলেও দাবি করেন ড. হাছান।
তিনি অভিযোগ করেন, বিদেশে গুজব ছড়ানো হচ্ছে। অনেক জায়গায় বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে।

আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে, তাদের গ্রেফতার করা হয়েছে। আবর আমিরাতে ৫৪ জনকে শাস্তি দেয়া হয়েছে। তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একজনকে এক বছর এবং বেশ কয়েকজনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। একইভাবে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবেও হয়েছে। 

এ সময় আন্দোলনকে কেন্দ্র করে কতজনের মৃত্যু হয়েছে, কূটনীতিকরা এমন কিছু জানতে চেয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেটি সবাই জানতে চায়। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম