Logo
Logo
×

জাতীয়

ছারছীনা পিরের ইন্তেকাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১০:০৭ এএম

ছারছীনা পিরের ইন্তেকাল

ছারছীনা দরবার শরীফের পির সাহেব হষরত মাওলানা শাহ  মোহাম্মদ মোহেব্বুল্লাহ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২:১০ মিনিটে  ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। 

দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। স্ত্রী, দুইপুত্র, তিন কন্যা রেখে গেছেন বরেণ্য এই আলেম। 

বৃহস্পতিবার বিকাল ৩টায় পিরোজপুর জেলার ছারছীনা দরবার শরীফে তার জানাজা অনুষ্ঠিত হবে।

গত মাসে অসুস্থ হলে প্রথম রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় মাওলানা মোহেব্বুল্লাহকে। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফিরিয়ে আনা হলে  গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর আমির, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিনের প্রধান পৃষ্ঠপোষক  ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী ছিলেন তিনি। প্রতিষ্ঠা করেন প্রায় দুই হাজার দ্বীনি মাদ্রাসা। পির সাহেবের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছেন তার বড় ছেলে মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ হোসাইন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম