Logo
Logo
×

জাতীয়

সিটি কলেজের সামনে একজনের মরদেহ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৯:৩০ পিএম

সিটি কলেজের সামনে একজনের মরদেহ উদ্ধার

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় বিকেলে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর কিছু সময় পর সন্ধ্যায় ঢাকা সিটি কলেজের সামনের রাস্তা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের সামনে রক্তাক্ত অবস্থায় একজনের লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কোটাবিরোধী আন্দোলন: একদিনে ৫ জনের প্রাণ গেল

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, সিটি কলেজের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যাকে আনা হয়েছে, কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন।

এর আগে বিকেলেই ঢাকা কলেজের সামনে থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

সাইন্সল্যাব এলাকায় সংঘর্ষের ঘটনায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অন্তত ১০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ধানমন্ডির পপুলার হাসপাতাল সূত্র।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম