Logo
Logo
×

জাতীয়

বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারনেটে ধীরগতি, ফোর-জি বিচ্ছিন্ন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৮:৪১ পিএম

বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারনেটে ধীরগতি, ফোর-জি বিচ্ছিন্ন

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। কোথাও ফোর-জি বিচ্ছিন্ন আবার কোথাও ইন্টারনেটে ধীরগতির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের মধ্যে সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ফোর-জি ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও একই সমস্যায় পড়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে মোবাইল অপারেটরদেরকে দেশের বড় পাবলিক বিশ্ববিদ্যলয়গুলোতে সন্ধ্যা ৭টা থেকে অনির্দষ্টকালের জন্য ফোর-জি সেবা বন্ধ রাখতে বলা হয়েছে।

দেশের ৯০ শতাংশের মতো মোবাইল ইন্টারনেট ব্যাবহারকারী ফোর-জি ইনটারনেট ব্যবহার করে থাকেন।

এ বিষয়ে বিটিআরসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এদিকে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও এখনো সংঘর্ষ চলছে। এসব সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুই ও রংপুরে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিক্ষার্থী, একজন পথচারী এবং বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম