Logo
Logo
×

জাতীয়

ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহতদের লাশ ফিরল দেশে 

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০২:০৬ এএম

ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহতদের লাশ ফিরল দেশে 

ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশি নাগরিকের লাশ দেশে এসেছে। সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর আইনি প্রক্রিয়া শেষে বিএসএফ লাশ হস্তান্তর করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর।

নিহত দুই যুবক হলেন কোম্পানীগঞ্জের কালীবাড়ি গ্রামের ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) ও একই গ্রামের সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (৩২)। 

ওসি গোলাম দস্তগীর বলেন, লাশ দেশে আনার পর পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। রোববার বিকালে কোম্পানীগঞ্জের ভারত সীমান্তের পিলার নম্বর-১২৫৩-এর কাছে ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী ও কাওসার নিহত হন। 

স্থানীয় সূত্র জানায়, আলী, কাওসার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে পণ্য নিয়ে আসার জন্য অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে পড়েন। বিকালে গুরুতর আহত হয়ে ফেরেন নবী। 

উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, স্থানীয়দের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় কাঠ সংগ্রহ করতে প্রায়ই ভারতের ভেতরে যাওয়া-আসা করেন। আলী ও কাওসারও সেভাবেই সেখানে গিয়ে থাকতে পারেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম