Logo
Logo
×

জাতীয়

রাণীনগরে নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১০:৫৭ পিএম

রাণীনগরে নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁর রাণীনগরে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বাদ আসর রাণীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুগান্তরের রাণীনগর উপজেলা প্রতিনিধি সুকুমল কুমার প্রামানিক এবং উপজেলা স্বজন সমাবেশ এ আয়োজন করে।

দোয়া মাহফিলে নুরুল ইসলাম রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রাণীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম নাবিউত তাওবা।

এ সময় উপস্থিত ছিলেন- রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল মালেক, কোষাধ্যক্ষ বুলেট হোসেন, উপজেলা স্বজন সমাবেশের আহ্বায়ক মো. কবির, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ খাঁন ও স্বজন সমাবেশ কমিটির সদস্যসহ শতাধিক মুসল্লি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম