Logo
Logo
×

জাতীয়

ফিটনেসবিহীন বাস সাঁড়াশি অভিযানে যাচ্ছে পুলিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১০:৪১ পিএম

ফিটনেসবিহীন বাস সাঁড়াশি অভিযানে যাচ্ছে পুলিশ

মহাসড়ক ও মহানগরীর প্রধান সড়কে গাড়ির চাপ কমাতে ফিসনেসবিহীন বাসের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে যাচ্ছে পুলিশ। এ কাজে এরই মধ্যে মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ। 

ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ ইমামের নেতৃত্বে এডিসি ট্রাফিক সুলতানা ইশরাত জাহানের টিম এ অভিযান পরিচালনা করছেন।

ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ ইমাম জানিয়েছেন, রাস্তায় গাড়ির চাপ কমাতে আমরা কাজ শুরু করেছি। যানজটকে সহনীয় মাত্রায় রেখে মহানগরবাসীর চলাচল আরও বেশি নির্বিঘ্ন করার লক্ষ্যে এ পদক্ষেপ। আমাদের অভিযান ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে।

ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক ওয়ারী বিভাগের মধ্য দিয়ে প্রায় ২৫০টি ব্যানারের বাস যাতায়াত করে। অনেক বাসের ফিটনেস নেই। অনেক বাসে রোড পারমিট নেই। আবার এক রুটের বাস অন্যরুটে যাতায়াত করে। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে সার্বিক অপারেশন চালানো হচ্ছে। 

আরও জানা যায়, গত এক সপ্তাহে ২৯১টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক ওয়ারী বিভাগ। এর মধ্যে ৩১টি বাস ডাম্পিং গ্রাউন্ডে আটক আছে। 

ডিসি মোহাম্মদ আশরাফ ইমাম জানান, ডাম্পিং গ্রাউন্ডের জায়গা সীমিত হওয়ায় আপাতত কোনো ফিটনেসবিহীন বাস আটকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এ কারণে মামলার দিকে বেশি নজর দিতে হচ্ছে। বড় পরিসরের ডাম্পিং গ্রাউন্ড থাকলে ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশনে যাওয়া সম্ভব। কারণ রাস্তায় যানবাহনের প্রেসার থাকাকালীন রাস্তার সাইডে বাস থামিয়ে কাগজপত্র চেক করার ক্ষেত্রে যানজট আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। তাই রাস্তায় যখন প্রেসার থাকে না, তখন বাসের কাগজপত্র চেক করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম