আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের এক পশলা বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে নগরজীবনে। শুক্রবারের পর টানা তিন দিন বৃষ্টি হয়নি রাজধানীতে। অবশেষে মঙ্গলবার দুপুরে বৃষ্টি নেমেছে। ফলে ঢাকায় ভ্যাপসা গরম কমতে শুরু করেছে।
দুপুর ১টা ৫৫ মিনিটে বাতাসের সঙ্গে শুরু হয় ঝুম বৃষ্টি। গত তিন দিন বৃষ্টি না থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তিতে ছিল নগরবাসী। হঠাৎ ঝুম বৃষ্টিতে গরম কিছুটা কমেছে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, শুক্রবারের পর ঢাকায় ভারি বৃষ্টি হয়নি। সোমবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। যেটাকে আমরা সামান্য পরিমাণ বলি।
আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে
এদিকে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ছাতা, রেইনকোট না থাকায় অনেকেই বৃষ্টিতে ভিজে ভিজে গন্তব্যে যান।
পথচারীরা জানান, সকাল থেকে আকাশে তেমন মেঘ দেখিনি। তাই ছাতা নিয়েও বের হইনি। এখন হঠাৎ করে এই বৃষ্টিতে ভিজে গেছি।
মঙ্গলবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।