নাহিদা রহমান সুমনা। ফাইল ছবি
গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদা রহমান সুমনা। বর্তমানে তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নাহিদা রহমান সুমনা গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
নাহিদা রহমান সুমনা কূটনীতিক পেশায় যোগ দেওয়ার পর ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা উইংয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নাহিদা দুই দশক ধরে পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন নাহিদা। অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকেও তিনি কূটনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ট্রান্সবাউন্ডারি ওয়াটার ল’র ওপর পড়াশোনার জন্য ফেলোশিপ অর্জন করেন।
নাহিদা রহমান সুমনার স্বামী আসলাম ইকবাল সাবেক অতিরিক্ত সচিব। তাদের দুই পুত্রসন্তান রয়েছে।