ফাইল ছবি
দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ ও পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত সতর্কবার্তাতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশে বিভাগগুলোর কোথাও কোথাও ৩০ জুন বিকাল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মেঘমালার কারণে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। তাই সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তার আশপাশের বাংলাদেশের উপক‚লীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে একং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপক‚লীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সে সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপক‚লের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভ‚মিধসের শঙ্কা রয়েছে।
এদিকে রোববার সারা দেশে পূর্বাভাস অনুযায়ী বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে।