এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৯ হাজার ৯৭০ জন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১০:১৫ পিএম
ছবি যুগান্তর
এইচএসসি পরীক্ষার প্রথম দিন রোববার ৮ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৯ হাজার ৯৭০ জন। এদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২০ জনকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আট শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ২৬০১ জন, চট্টগ্রামে ৯৭৫ জন, রাজশাহীতে ১৫০৮ জন, বরিশালে ৭২৭ জন, দিনাজপুরে ১০১৩ জন, কুমিল্লায় ১১৫৬ জন, ময়মনসিংহে ৬৬২ জন ও যশোরে ১৩২৮ জন। মোট পরীক্ষার্থীর অনুপস্থিতির হার ১ দশমিক শূন্য ৭ শতাংশ।
বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে স্থগিত পরীক্ষার তারিখ জানানো হবে।
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ভারি বৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছাতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। অধিকাংশ পরীক্ষার্থী ভেজা শরীর নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছেন।
রাজধানীতে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতসহ সার্বিক সহযোগিতায় ছিলেন পুলিশের ‘কুইক রেসপন্স টিম’। তবে অনেক পরীক্ষার্থী বৃষ্টি ও যানজটের কারণে দেরিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন। এ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড জরুরি নির্দেশনা জারি করেছেন।
পরীক্ষার দিন বৃষ্টি হলে সময় বাড়ানোর নির্দেশ: এইচএসসি ও সমমানের প্রথম দিনে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিতে কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে পরীক্ষার্থীদের। সার্বিক বিষয় মাথায় রেখে বৃষ্টির সময়ে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিছু জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে কিছু নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় যে, আগামী কয়েক দিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। এতে আরও বলা হয়, অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধাঘণ্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় সেই আধাঘণ্টা বা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।
এদিকে চট্টগ্রাম ব্যুরো জানান, এইচএসসি পরীক্ষার শুরুর দিনই চট্টগ্রামে ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে নানা ভোগান্তির মধ্যে কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার্থীরা। রোববার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি ও জলজটে দুর্ভোগে পড়তে হয় তাদের। এর সঙ্গে যোগ হয় পরিবহণ সংকট।
চট্টগ্রাম সরকারি কলেজ কেন্দ্রে সরেজমিন দেখা যায়, পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগ থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন। এ সময় মুষলধারে বৃষ্টি হওয়ায় অনেক পরীক্ষার্থী ভিজে কলেজে প্রবেশ করতে দেখা গেছে।
কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকরা ছাতা ব্যবহার করেও বৃষ্টি থেকে রক্ষা পাননি। প্রায় সবাইকে ভিজে যেতে দেখা গেছে। ভেজা কাপড়-চোপড় নিয়ে পরীক্ষা দেওয়ায় পরীক্ষার্থীরা অসুস্থ হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা।