Logo
Logo
×

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়ন প্রকল্প নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১২:৩৪ এএম

শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়ন প্রকল্প নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষার পাশাপাশি সার্বিক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। 

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য খাত এবং পরিবেশের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে স্মার্ট নাগরিক গড়তে পারে সেলক্ষ্যে কাজ করা হচ্ছে। 

শনিবার রাজধানীর খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মো. ইমাম জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি মো. আবদুর রউফ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

পরে পরিবেশমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে গাছের চারা রোপণ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম