Logo
Logo
×

জাতীয়

২৪ জুন, সোমবারের আবহাওয়া: বৃষ্টি হতে পারে যেসব বিভাগে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৭:২৭ পিএম

২৪ জুন, সোমবারের আবহাওয়া: বৃষ্টি হতে পারে যেসব বিভাগে

আষাঢ় মাস। চলছে বর্ষার মৌসুম। এ সময়ে হঠাৎ করেই নামছে বৃষ্টি। যার কারণে অনেকেই পড়ছেন বিপাকে। নিয়মিতই বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। 

আজ রোববার সারাদিন ঢাকায় বৃষ্টির দেখা না পেলেও আগামীকাল সোমবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

রোববার সকালে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহা পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ।

আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আগামী মঙ্গলবারে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল ময়মনসিংহ ও বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ।

এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম