Logo
Logo
×

জাতীয়

শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার অগ্রগতি প্রশ্নে যা জানালেন হারুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৩:১৬ পিএম

শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার অগ্রগতি প্রশ্নে যা জানালেন হারুন

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা-এমন প্রশ্নের জবাব দিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। তিনি জানিয়েছেন, মামলার তদন্ত কাজ অনেকটা কনক্লুসিভ পর্যায়, ডিবি অনেককে গ্রেফতার করেছে। কিছু কিছু নাম আমরা পেয়েছি তাদেরও গ্রেফতারে চেষ্টা করছি। এ ঘটনার মাস্টারমাইন্ড শাহীন যুক্তরাষ্ট্রে আছে। যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে সেহেতু ভারতীয় পুলিশকে বলেছি যেন তাকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়। 

রাজধানীর রোডে ডিবি কার্যালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ কথা জানান।

শাহীনকে ফিরিয়ে আনার বিষয়ে হারুন বলেন, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে আমরা টিম নিয়ে গিয়ে কথা বলেছি। এছাড়া পুলিশ সদর দপ্তরের এমসিবি শাখার মাধ্যমে আমরা ইন্টারপোলকে চিঠি দিয়েছি। শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার জন্য দুই দেশ কাজ করছে। আরও এক দুজন আসামি বাকি রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা হবে।

এমপি আজিম খুন: গার্লফ্রেন্ড ঢাকায় ফেরার পর দেশ ছাড়েন শাহীন

এমপি আজিমের মেয়ে ডরিন ডিএনএ নমুনা দেওয়ার জন্য কলকাতায় যাওয়ার কথা জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ভারতীয় পুলিশ দূতাবাসের মাধ্যমে ডরিনকে জানিয়েছে ভারতে যাওয়ার জন্য। ডরিনের সঙ্গে আমার কথা হয়েছে। ডরিন কয়েকদিন ধরে জ্বরে ভুগছে। তার স্বাস্থ্য ভালো হলে মনে হয় তিনি শিগগির ভারতে যাবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম