ফাইল ছবি
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হস্তশিল্প মেলা-২০২৪। চলবে ২৯ জুন শনিবার পর্যন্ত। মেলায় ক্ষুদ ও মাঝারি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান অংশ নেবে।
ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
সভাপতিত্ব করবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) কাজী মুহাম্মাদ মোজাম্মেল হক।
মেলায় পরিচালকের দায়িত্বে থাকা মাহমুদুল হাসান যুগান্তরকে বলেন, প্রতিবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি বর্ষপণ্য ঘোষণা করা হয়। ঘোষণা করার পর বিভিন্ন সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করে। এবারের বর্ষপণ্য হচ্ছে হস্তশিল্প। বাণিজ্য মেলায় ঘোষণার পরিপ্রেক্ষিতেই এ হস্তজাত শিল্পকে নিয়ে একটা মেলা করার জন্য আমাদের মন্ত্রী নির্দেশ দেন। সেটারই ফলাফল হচ্ছে এই মেলা। মেলায় হাতে বানানো সব পণ্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে।
এবারের মেলায় তিনটা অংশ থাকবে। একটি অংশে পণ্যের স্টল। একটি অংশে ক্রাফটম্যানদের কাজ করার জায়গা। তারা সেখানে বিভিন্ন পণ্য তৈরি করবেন। আরেকটি অংশে থাকবে পাটের হস্তজাত পণ্য।