Logo
Logo
×

জাতীয়

আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহ মালয়েশিয়ার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুন ২০২৪, ১০:২৬ পিএম

আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহ মালয়েশিয়ার

বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া। পারস্পরিকভাবে সে পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক দেশটি। বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিম এ আগ্রহের কথা জানান।

প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ বাড়াতে চায়। কিন্তু নানান শুল্ক, কর ও বাড়তি মূসক এই খাত সম্প্রসারণের গতি ধীর করে দিচ্ছে। এ নিয়ে রাজস্ব বোর্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। সহযোগিতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান কোম্পানি। নতুন করে রাজস্ব না বাড়িয়ে সেবার মান বাড়লে এই খাতে কর্মসংস্থানের নতুন দিগন্ত সূচিত হবে। এতে বিনিয়োগের পাশাপাশি রাজস্ব আহরণও বাড়বে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম