হজের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত আসিফ নজরুল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৭:২৪ পিএম
ছবি সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. আসিফ নজরুল গেল বছর সপরিবারে হজে গিয়েছিলেন। সেখানে গিয়ে নানা চমকপ্রদ ঘটনার সাক্ষী হয়েছেন তিনি। পাশাপাশি কিছু ব্যতিক্রমী অভিজ্ঞতারও মুখোমুখি হয়েছিলেন ঢাবির এই অধ্যাপক।
হজের সময় ঘটে যাওয়া নানা অভিজ্ঞতা নিয়ে যুগান্তরের বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন দেশের এই রাজনৈতিক বিশ্লেষক।
সেদিন ইমামের সঙ্গে কী হয়েছিল বিএনপি নেতা মিনুর?
আসিফ নজরুল বলেন, হজের অভিজ্ঞতা ব্যাখ্যা করার মতো না। গত বছর সপরিবারে হজের উদ্দেশে গিয়েছিলাম। সেখানে এত চমকপ্রদ ঘটনা ঘটেছে, যা গভীর উপলব্ধির বিষয়। এগুলো ডিটেইল বলা সম্ভব নয় বললেই চলে।
তবে যেটুকু মনে পড়ে, প্রথম যখন ওমরাহ করতে গেলাম। কাবা শরীফে প্রবেশ করে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস করতে পারছিলাম না যে, এটা ইবরাহিম (আ.) এর সময়ে তৈরি। তাছাড়া যে হাজরে আসওয়াদ পাথর আছে সেটা বেহেশত থেকে নিয়ে আসা পাথর। এগুলো দেখে চোখ দিয়ে তরতর করে পানি পড়ছিল।
আর প্রথম দিন ভয়াবহ অভিজ্ঞতাও হয়েছিল। প্রচণ্ড ক্লান্ত ছিলাম, আমাদের কাছে কোনো ফোন ছিল না। ফেরার পথে রাত ৩টার দিকে হারিয়ে গিয়েছিলাম। কোনো সহযোগিতা পাচ্ছিলাম না। সৌদি পুলিশকে বুঝাতে পারছিলাম না যে আমি হারিয়ে গেছি। তারপরও সহযোগিতা পাচ্ছিলাম না।
ঢাবির এই অধ্যাপক বলেন, হজে গিয়ে আমার প্রতিজ্ঞা ছিল আমি কোনো সেলফি বা ছবি তুলব না। বর্তমানে দেখি হজ করতে যায়, সেখানে গিয়ে সোনা কিনল, না অন্য কিছু কিনল সব সোশ্যাল মিডিয়ায় দিয়ে জানান দেয়।
হজ করতে গিয়ে যারা ছবি তোলে, ভিডিও করে আমি অবাক হই। সেখানে গিয়ে এগুলো চিন্তা আসে কিভাবে? আমার কথা হলো হজ করতে গেলে হজ করতে যান, আর ঘুরতে গেলে ঘুরতে যান।