Logo
Logo
×

জাতীয়

সাদেক এগ্রোর ছাগলকাণ্ড, মুখ খুললেন সেই রাজস্ব কর্মকর্তা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৪:০৫ পিএম

সাদেক এগ্রোর ছাগলকাণ্ড, মুখ খুললেন সেই রাজস্ব কর্মকর্তা

ছবি : সংগৃহীত

গণমাধ্যমে ১৫ লাখ টাকায় একটি কুরবানির ছাগল বিক্রি নিয়ে নাম আসে ইফাত নামের এক তরুণের। ১৫ লাখ টাকার সে সাদিক এগ্রোর ছাগল ১২ লাখ টাকায় কেনা ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে।  

এ সংবাদ প্রকাশের পর আলোচনা সমালোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

বিষয়টি নিয়ে মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় ভিন্ন তথ্য। তিনি এই বিষয়ে অস্বীকৃতি জানিয়ে গণমাধ্যমকে বলেন, আলোচিত ইফাত আমার ছেলে নন। এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমার এক ছেলে; নাম তৌফিকুর রহমান। আমি আনুষ্ঠানিকভাবে এসব অপ্রচারের প্রতিবাদ করবো।

এদিকে, সাদিক এগ্রোর ইমরান চেয়ারম্যান ইমরান হোসেন বলেন, আলোচিত তরুণ শুধু এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি এখনও।

জানা যায়, মতিউর রহমান এনবিআরের শুল্ক বিভাগের সদস্য। এর আগে ব্রাসেলসে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিল, চট্টগ্রাম কাস্টমসের কমিশনার, এলটিইউ ভ্যাট এর কমিশনারসহ বিভিন্ন দায়িত্ব ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম