Logo
Logo
×

জাতীয়

ঈদে কারাবন্দিদের জন্য গরু ও খাসি কুরবানি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ১১:৪৩ এএম

ঈদে কারাবন্দিদের জন্য গরু ও খাসি কুরবানি

ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

পশু কুরবানির মধ্যদিয়ে সারাদেশে একযোগে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের এই আনন্দ থেকে বাদ পড়েননি কারাবন্দিরাও। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ভেতরের ময়দানে। ঈদ উপলক্ষে কারাবন্দিদের জন্য ৯টি গরু ও ৬টি খাসি কোরবানি দেওয়া হয়েছে।

সোমবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ গণমাধ্যমকে এ  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, এবারের ঈদুল আজহায় কারাবন্দিদের জন্য ৯টি গরু কোরবানি দেওয়া হয়েছে। এছাড়া গরুর পাশাপাশি ৬টি খাসি কোরবানি দেওয়া হয়েছে। যেখানে প্রায় ১৫শ কেজি মাংস হবে। যা কারাগারের প্রায় ৮ হাজারের বেশি বন্দির জন্য রান্না করে তাদের পরিবেশন করা হবে। যেসব বন্দিরা গরুর মাংস খান না তাদের জন্য খাসির মাংস দেওয়া হবে।

এদিকে ঈদ উপলক্ষ্যে কারাগারের ভেতরে থাকছে বন্দিদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা। পাশাপাশি ঈদের দিন বন্দিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন স্বজনরা। এছাড়া স্বজনরা বাসা থেকে রান্না করে বন্দিদের খাবার দিতে পারবেন।

তিনি আরও জানান, এবার ঈদের দিন বন্দিদের বিনোদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের নামাজের পরপরই সকালের দিকে বন্দিদের নিয়ে গানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিকেলে হবে বন্দিদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম