ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্য আটক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১০:০৬ পিএম
ছবি : সংগৃহীত
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। তাদের কাছ থেকে ৫০০ টিকিট জব্দ করা হয়েছে।
অন্যের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে এসব টিকিট সংগ্রহ করেছে তারা। চড়া দামে যাত্রীদের কাছে বিক্রি করার জন্যই টিকিটগুলো সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার রাজধানীর কমলাপুর রেলওয়ের স্টেশনের প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-৩।
আটক ব্যক্তিরা হলেন-সোহেল রানা, মাহবুবুর রহমান, বকুল হোসেন, শিপন আহমেদ, আরিফ, শাহাদাত হোসেন, মনির, শিপন চন্দ্র দাস, মনির আহমেদ ও রাজা মোল্লা।
র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. ফিরোজ কবীর বলেন, সোহেল ও আরিফুল ঠাকুরগাঁও ও ঢাকা থেকে কালোবাজারির দুটি চক্র পরিচালনা করত। আমরা বৃহস্পতিবার রাতে অভিযান শুরু করি। ঢাকার কমলাপুর ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের আটক করা হয়েছে।