Logo
Logo
×

জাতীয়

দেশে একটি দলই সবকিছু দখল করে আছে, রয়টার্সকে ড. ইউনূস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুন ২০২৪, ১২:৪৬ পিএম

দেশে একটি দলই সবকিছু দখল করে আছে, রয়টার্সকে ড. ইউনূস

অধ্যাপক ড. ইউনূস। ছবি সংগৃহীত

বাংলাদেশের চলমান রাজনীতিতে সরকারি দল এবং বিরোধী দলের মধ্য কোনো প্রতিযোগিতা নেই বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূস। তার মতে, দেশে একটি দলের কাছেই গোটা নির্বাচনব্যবস্থা নিয়ন্ত্রণে। এই একটি দলই রাজনীতিতে সক্রিয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই দাবি করেছেন তিনি।

গত কয়েক মাস ধরে দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রমের মুখোমুখি হতে হচ্ছে ইউনূসকে। যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। এ নিয়ে ইউনূসকে হয়রানি না করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়ে আসছে পশ্চিমা দেশসহ বিভিন্ন আন্তর্জাতিক মহল। তবে এসব অনুরাধ কিংবা আহ্বান উপেক্ষা করে সরকার দাবি করছে, প্রচলিত আইন মেনেই বিচারের মুখোমুখি করা হচ্ছে ইউনূসকে।

রয়টার্সকে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি রয়েছে। এখানে কেবল একটি দলই সক্রিয়। তারাই সবকিছুই দখল করেছে। তারা সবকিছু করছে, তাদের পথেই নির্বাচন করছে।’

বাংলাদেশে আন্তর্জাতিক মানের নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা দেখতে চায় জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখছেন না ইউনূস।

নির্বাচন কাঠামো নিয়ে তিনি বলেন, ‘তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করছে। উপযুক্ত প্রার্থী, ডামি প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আর সবাই একই দলের।’

চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশের প্রতিযোগিতমূলক রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে আনা কঠিন বলে মনে করছেন ইউনূস।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক আবহ আবারও ফিরিয়ে আনা কঠিন হবে। কারণ এটি এমন এক জায়গায় এসেছে, যেখানে এটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে।’

তবে একই সাক্ষাৎকারে ড. ইউনূসের এই মন্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রীর দাবি— দেশের সাধারণ জনগণও ইউনূসের মতের সঙ্গে দ্বিমত পোষণ করবে। রয়টার্সকে তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র পুরোপুরি সচল রয়েছে।’
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম