বাজেট অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন অ্যাডভোকেট সালমা ইসলাম
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৯:২৭ পিএম
শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব উত্থাপন এবং গ্রহণ শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামসহ পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর বাকি সদস্যরা হলেন ক্যপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, মো. শাহাব উদ্দিন, শাহরিয়ার আলম ও ফরিদা ইয়াসমিন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতার ভিত্তিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
সংসদ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদ, বাজেটের ওপর আলোচনাসহ সার্বিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট অধিবেশন এটি।
বৃহস্পতিবার বেলা ৩টায় ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট পেশ হবে জাতীয় সংসদে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পেশ করবেন।
কলকাতায় নিহত সংসদ-সদস্য আনারের জন্য শোকপ্রস্তাব ওঠেনি সংসদে: ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় তার বিষয়ে জাতীয় সংসদে কোনো শোকপ্রস্তাব গ্রহণ হয়নি। তার সংসদীয় আসনও শূন্য ঘোষণা হয়নি। আনোয়ারুল ইসলাম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ২২ মে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তার লাশ এখনো পাওয়া যায়নি। ভারতের সরকার বা বাংলাদেশ থেকেও ওই সংসদ-সদস্যের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ অবস্থায় তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণার বিষয়ে অপেক্ষা করছে সংসদ সচিবালয়। তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে সংসদ থেকে ওই আসনটি শূন্য ঘোষণা করা হবে।