Logo
Logo
×

জাতীয়

ট্রাফিক পুলিশের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সহায়তা করবে ডিএআরসি সফটওয়্যার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৭:৪১ পিএম

দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সহায়তা করবে ডিএআরসি সফটওয়্যার

ঢাকা মহানগরীতে দুর্ঘটনার তথ্য বা ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করতে ডিএমপিকে একটি নতুন সফটওয়ার দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ওই সফটওয়্যারের মাধ্যমে ডেটা এনালাইসিস করে কোথায় দুর্ঘটনা বেশি ঘটছে সেটি নিশ্চিত হওয়া যাবে। 

ডাটাবেজ অ্যান্ড এনালাইসিস অব রোড ক্র্যাশ (ডিএআরসি) সফটওয়্যারটি সম্পর্কে ট্রাফিক সদস্যদের মাঝে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বুধবার সকালে ডিএমপি সদর দফতরের ষষ্ঠতলায় সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর এলাকায় প্রায় সোয়া দুই কোটি লোকের বসবাস। এ শহরে যে পরিমাণ রাস্তা রয়েছে তা নিতান্তই কম। একটি আদর্শ শহরে ২৫ ভাগ রাস্তা থাকার কথা কিন্তু আমাদের রয়েছে মাত্র ৮ ভাগ রাস্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকাবাসীর মূল সমস্যা যানজট। পাশাপাশি এ শহরে দুর্ঘটনার মাত্রা অনেক বেশি। বিভিন্ন সমস্যার মধ্য দিয়েই আমাদের ট্রাফিক সদস্যরা কাজ করছেন। তাই আমি বলব ট্রাফিক ব্যবস্থাপনায় আমাদের সদস্যদের কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। 

তিনি বলেন, ডিএমপির ট্রাফিক সদস্যদের দক্ষতা উন্নয়নে জাইকা আমাদের দেশে কাজ করার পাশাপাশি আমাদের অফিসারদেরও তাদের দেশে নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন। এ দক্ষতা কাজে লাগিয়ে আমাদের অফিসাররা ঢাকা মেট্রোপলিটন এলাকায় ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে সক্ষম হবেন। 

কমিশনার বলেন, আজকে যে সফটওয়্যারটি উদ্বোধন করা হচ্ছে সেটি একটি অত্যাধুনিক সফটওয়্যার। এই সফটওয়্যার প্রশিক্ষণে যেসব অফিসার ও ফোর্স অংশগ্রহণ করবেন তারা প্রশিক্ষণ শেষে তাদের সেই অভিজ্ঞতা সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, তাহলে দুর্ঘটনা কমে আসবে। পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফিরবে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) ও ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই প্রজেক্টের বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ডিআরএসপি প্রজেক্টের জাইকা এক্সপার্ট ইরিয়ে টেটসুশি ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এসএম মেহেদী হাসান। এতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং জাইকার প্রতিনিধিরা ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম