Logo
Logo
×

জাতীয়

এপিবিএনের দায়িত্ব পেলেন অতিরিক্ত আইজিপি সেলিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১২:৩৫ এএম

এপিবিএনের দায়িত্ব পেলেন অতিরিক্ত আইজিপি সেলিম

অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে কর্মরত রয়েছেন। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এনএসআইয়ের পরিচালক সেলিম মো. জাহাঙ্গীরকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, মো. জাহাঙ্গীর বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। গত বছরের আগস্টে তিনি অতিরিক্ত আইজিপি হন। এর আগে ২০১৫ সাল থেকে দুই বছর র‌্যাবের পরিচালক (সিও) ছিলেন। তিনি এক সময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং কক্সবাজারের এসপি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা শেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং তিনবার আইজিপি ব্যাজ পেয়েছেন তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম