Logo
Logo
×

জাতীয়

বিমানবন্দরে বিক্ষোভ মালয়েশিয়াগামী ১৬৭ কর্মীর 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মে ২০২৪, ১০:২২ পিএম

বিমানবন্দরে বিক্ষোভ মালয়েশিয়াগামী ১৬৭ কর্মীর 

ফাইল ছবি

ঘূর্ণিঝড় রিমালের কারণে মালয়েশিয়ার ফ্লাইট বিলম্বিত হওয়ায় সোমবার মধ্যরাত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করছেন মালয়েশিয়াগামী প্রায় ১৬৭ কর্মী। 

এয়ার ইন্ডিগো ও বাংলাদেশ বিমানের ২টি ফ্লাইটে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। যাত্রীদের বক্তব্য ৩১ মের আগে এ কর্মীদের কর্মস্থলে পৌঁছাতে হবে। তা না হলে তাদের ভিসা বাতিল হয়ে যাবে।

সোমবার রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি ফ্লাইটে তাদের উড্ডয়নের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে তাদের ফ্লাইট বাতিল করা হয়। 

এক অভিবাসন প্রত্যাশী যুগান্তরকে বলেন, সোমবার বিকাল ৫টা থেকে বিমানবন্দরের ওয়েটিং রুমে অবস্থান করছি। মঙ্গলবার দুপুর ২টায় ফ্লাইট দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বেলা পৌনে ৩টায় এয়ার ইন্ডিগোর ফ্লাইট এবং পৌনে ৪টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে কর্মীরা ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক ও বিমান বাংলাদেশ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সংশ্লিষ্টরা বলেছেন, ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ২০-২১ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন ১৬৭ কর্মী।
বেশ কয়েক অভিবাসন প্রত্যাশী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্লাইট বিলম্বের জন্য ২ এয়ারলাইন্সকে দায়ী করেছেন। এয়ারলাইন্স যাত্রীদের জন্য রাতে হোটেলে থাকার ব্যবস্থা করেছিল, কিন্তু তারা হোটেলে থাকার সুযোগ নেননি। সময়মতো মালয়েশিয়া যাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেন। একপর্যায়ে তারা বিমানবন্দরে বিক্ষোভ ও চিৎকার-চ্যাঁচামেচি শুরু করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক আল মাসুদ খান বলেন, আবহাওয়ার অবনতি হওয়ায় বেশিরভাগ ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। সে কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আমরা সব যাত্রীকে সময়মতো গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে ফ্লাইটটি ঢাকা ছেড়ে গেছে। এই ফ্লাইটে ১৩৭ মালয়েশিয়াগামী যাত্রী ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে এই যাত্রীদের সোমবার রাতে হোটেলে স্থানান্তর করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও সম্ভব হয়নি।

প্রবাসীকল্যাণ ডেস্কের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টায় এয়ার ইন্ডিগোর শিডিউল বিপর্যয় ঘটা ফ্লাইটটি মঙ্গলবার পৌনে ৩টার দিকে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এই ফ্লাইটে ৩০ মালয়েশিয়াগামী যাত্রী ছিলেন।

এর আগে ফ্লাইট বাতিল হওয়ায় সোমবার মধ্যরাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বিক্ষোভ করেন কর্মীরা।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম