Logo
Logo
×

জাতীয়

এবার ২০ কোটি ক্ষতিপূরণ দাবি করে তমাকে মিষ্টি জান্নাতের আইনি নোটিশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৪:১২ পিএম

এবার ২০ কোটি ক্ষতিপূরণ দাবি করে তমাকে মিষ্টি জান্নাতের আইনি নোটিশ

২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে চিত্রনায়িকা তমা মির্জার ঠিকানা বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন আরেক অভিনেত্রী মিষ্টি জান্নাত।

সোমবার নোটিশটি ইস্যু করা হয়েছে। মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি। সেখানে লেখা হয়, তমা মির্জা মিষ্টির নামে অসত্য অভিযোগ এনে নোটিশ পাঠিয়েছেন। এটা তুলে নেওয়া ও ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি টাকা না দিলে মিষ্টি তমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা (মামলা) নেবেন।

উল্লেখ্য, উপস্থাপক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের বিতর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলে সম্প্রতি আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এর মধ্যে আবার তমা মির্জার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মন্তব্য করেন মিষ্টি। তার জেরে তমা মিষ্টির ঠিকানায় পাঠিয়েছিলেন আইনি নোটিশ। 

সেখানে উল্লেখ করা হয়, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তমার উদ্দেশে মিষ্টির এমন আপত্তিকর মন্তব্যে তার ১০ কোটি টাকার মানহানি হয়েছে। এবার পাল্টা কাজটি করে বসলেন মিষ্টি। ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে তমার ঠিকানা বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন। 

আরও পড়ুন: তমা মির্জার বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নেবেন মিষ্টি জান্নাত

অন্যদিকে, তমার নোটিশ পাওয়ার পর তাকে উদ্দেশ্য করে মিষ্টি জান্নাত বলেছিলেন, আসলে আমি যে বক্তব্য দিয়েছি সেখানে কোথাও তমা মির্জার নাম নেই। সে কেন আইনি নোটিশ পাঠিয়েছে আমার বোধগম্য নয়।

মিষ্টি বলেন, আমি তো এখন টক অব দ্য কান্ট্রি। তাই আমাকে আইনি নোটিশ পাঠিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে সে। তবে এসব করে লাভ নেই, আমি লন্ডনের ইউনিভার্সিটি অব অ্যাসেক্স- এ আইন বিষয়ে পড়ছি। আইন আমিও ভালো জানি। তার এই লিগ্যাল নোটিশের কোনো গ্রাউন্ড নেই।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম