সন্ধ্যায় খেপুপাড়া উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় ‘রেমাল’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৬:১৬ পিএম
ফাইল ছবি
ঘূর্ণিঝড় রেমালের এগোনোর গতি বেড়েছে। উপকূলের দিকে আরও এগিয়েছে ঘূর্ণিঝড়টি।
রোববার সন্ধ্যা ৬টা থেকে ঘূর্ণিঝড়টি পরবর্তী ৩-৪ ঘণ্টায় মোংলার খেপুপাড়া উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিকেল ৪টার দিকে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। কেন্দ্র আঘাত হানতে পারে সন্ধ্যা ৬টা থেকে। যা পরবর্তী ৩-৪ ঘণ্টায় মোংলার কাছ দিয়ে খেপুপাড়া উপকূল অতিক্রম করবে। তবে কেন্দ্র অতিক্রম করলে ও ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ হবে না।
কারণ প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
এদিকে দুপুর ২টার দিকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে।
এতে আরও বলা হয়, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।