Logo
Logo
×

জাতীয়

ঈদে ১১ দিন বাল্কহেড বন্ধ থাকবে: নৌ প্রতিমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৮:০৯ পিএম

ঈদে ১১ দিন বাল্কহেড বন্ধ থাকবে: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদুল আজহা ঘিরে ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের আগে-পরে মিলিয়ে সাত দিন পশুবাহী ও পচনশীল ছাড়া নৌপথে সব পণ্য পরিবহণ বরাবরের মতো বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

নৌ প্রতিমন্ত্রী বলেন, কিছু মানুষ আছেন যারা নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করছেন। সেই কারণে নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয় সেই লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহণ নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে। আগের মতোই কাজীরহাট, পাটুরিয়া ঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও। 

বর্ষা মৌসুম হওয়ায় এবার নৌপথে ঈদযাত্রা একটু ঝুঁকিপূর্ণ জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে আবহাওয়ার বার্তা সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম