Logo
Logo
×

জাতীয়

গোলাম সারওয়ারের সংক্ষিপ্ত জীবনী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৮, ১০:৫০ পিএম

গোলাম সারওয়ারের সংক্ষিপ্ত জীবনী

গোলাম সারওয়ার (ফাইল ছবি)

গোলাম সারওয়ার একজন স্বনামধন্য বাংলাদেশি সাংবাদিক ও কলাম লেখক। তার সাংবাদিকতার জীবন শুরু হয় ১৯৬৩ সালে দৈনিক পয়গম দিয়ে। এরপর তিনি যুক্ত ছিলেন দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক সমকালের মতো শীর্ষস্থানীয় দৈনিকে।  

তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ২০১৪ সালে বাংলাদেশ সরকার দেশের সাংবাদিকতায় অবদানের জন্য তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এছাড়া তিনি ২০১৬ সালে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আজীবন সম্মাননা এবং ২০১৭ সালে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা অর্জন করেন।

জন্ম

১ এপ্রিল ১৯৪৩ সালে বরিশালের বানারিপাড়ায় জন্ম নেন গোলাম সারওয়ার। ছোটবেলা থেকেই তার লেখালেখির প্রতি আগ্রহ ছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সাংবাদিকতা

গোলাম সারওয়ার ১৯৬৩ সালে দৈনিক পয়গমে যোগ দেন। এরপর ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত দৈনিক সংবাদে বিভিন্ন পদে দায়িত্বপালন করেন। মুক্তিযুদ্ধের পর বানারিপাড়া ইউনিয়ন ইন্সটিটিউশনে কিছুদিন প্রধান শিক্ষক পদে নিয়োজিত ছিলেন। ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকের সিনিয়র সহসম্পাদক হিসেবে যোগদান করেন। ইত্তেফাকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রধান সহসম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন।

ইত্তেফাকে দীর্ঘ দুই যুগ কর্মরত থাকার পর ১৯৯৯ সালে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে যোগ দেন। ২০০৫ সালে প্রতিষ্ঠা করেন দৈনিক সমকাল। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এ পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।


সাংবাদিকতার পাশাপাশি প্রচুর বই লিখেছেন গোলাম সারওয়ার। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ছড়াগ্রন্থ রঙিন বেলুন' এবং প্রবন্ধ সংকলন সম্পাদকের জবানবন্দি', অমিয় গরল', আমার যত কথা', স্বপ্ন বেঁচে থাক' উল্লেখযোগ্য।

প্রয়াত গোলাম সারওয়ার ২০১৫ সালের আগস্ট মাসে তিনি বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছিলেন। সাংবাদিকতা ছাড়াও তিনি সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি দায়িত্বপালন করছেন এবং সেন্সর বোর্ডের আপিল বিভাগের সদস্য হিসেবে দায়িত্বপালন করেন। তিনি একাধিকবার জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বপালন করেন।

মৃত্যু

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ১৩ আগস্ট গোলাম সারওয়ার মৃত্যুবরণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম