Logo
Logo
×

জাতীয়

মানব পাচারের অভিযোগে তিন ব্যক্তি গ্রেফতার: সিআইডি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৯:৪০ পিএম

মানব পাচারের অভিযোগে তিন ব্যক্তি গ্রেফতার: সিআইডি

মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার ব্যক্তিরা হলো ইব্রাহীম মল্লিক নাহিদ (৩৫), শারমিন হোসেন ওরফে লাবণী (৩৬) ও আরিফুর রহমান ওরফে সাদী (২৪)। তারা মানব পাচারকারী চক্রের সদস্য। এই চক্রের প্রধান ইব্রাহীম। তিনি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।

সিআইডি জানিয়েছে, কিরগিজস্তানে ভালো বেতন-সুবিধাসহ চাকরির কথা বলে তিন ব্যক্তির কাছ থেকে ৫ লাখ ১২ হাজার করে টাকা নেয় জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল। তিনজনকে কিরগিজস্তানের কথিত ভিসা ও উড়োজাহাজের টিকিট দেয় প্রতিষ্ঠানটি। গত ৭ এপ্রিল তারা কিরগিজস্তান যাওয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ইমিগ্রেশন পুলিশ অনলাইনে তাদের ভিসার কোনো তথ্য পায়নি। ফলে তাদের যাত্রা স্থগিত করা হয়। পরে তারা বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন; মানব পাচারের শিকার হয়েছেন।

এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়। এ মামলায় ইব্রাহীমসহ তিনজনকে গ্রেফতার করে সিআইডি।
 

মানব পাচার তিন ব্যক্তি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম